বাংলাদেশের খবর

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯

সেনবাগে ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনা : নিহত ১

নোয়াখালী ম্যাপ


নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের গোপালপুকুর পাড় এলাকার সোলেমান সিএনজি পাম্পের সামনে ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত ও অপর দুইজন মারাত্বক আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী-নোয়াখালী মহাসড়কের গোপালপুকুর পাড় সোলেমান সিএনজি স্টেশনে নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত যুবক শেখ জহিরুল ইসলাম প্রকাশ কচি (৩৫)। তার বাড়ি সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামে সে ওই গ্রামের আবদুস ছালাম চেয়ারম্যানের বাড়ির মৃত মাষ্টার শেখ আবদল্লাহ ছেলে ও সেনবাগ থেকে প্রকাশিত সেনবাগ চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ কামরুল ইসলামের ছোট ভাই।

আহত অপর দুইজন হচ্ছেঃ একই গ্রামের মোঃ ফারুকের ছেলে মোঃ হাসান (৩০) ও কাজী নুরুল ইসলামের ছেলে ক্বারী ওবায়দ উল্লা প্রকাশ (৩৬)। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত কচির ভাই শেখ কামরুল ইসলাম জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দুই যুবলীগ নেতা শাহাজাদার ছোটভাই হাসান মোটর সাইকেল নিয়ে সেনবাগ রাস্তা মাথা থেকে সেবারহাট অভিমুখে রওয়ানা দিয়ে ফেনী-নোয়াখালী মহাসড়কের গোপালপুকুর পাড় সোলেমান সিএনজি স্টেশনে নামক স্থানে পৌছলে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরর সাইকেলটি ধুমড়েমুছড়ে যায়। এতে তিনজন গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করলে রাত ৯টার দিকে চিকিৎসার্ধীন অবস্থায় কচি মারা যায়। এসময় অপর দুইজনের অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১