বাংলাদেশের খবর

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯

বগুড়ায় বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাত শনিবার

বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম স্কুলের সামনে ইজতেমা ময়দানে মুসল্লিদের একাংশ প্রতিনিধির পাঠানো ছবি


বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে শুরু হওয়া তাবলিক জামাতের তিন দিনের ৪৩ তম বিশ্ব ইজতেমা আগামীকাল শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। এদিন সকাল সাড়ে ১০টায় আখেরী মোনাজাত পরিচালনা করবেন ঢাকার কাকরাইল মসজিদের সূরা সদস্য আলহাজ্ব মাওলানা মোশারফ হোসেন।

ইজতেমার আয়োজক কমিটির সদস্য আলহাজ্ব হুমায়ুন কবির জানান, ঢাকার টঙ্গির বিশ্ব ইজতেমা সফল করতে যুগ যুগ ধরে ধুনট উপজেলার সুরুগ্রামে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর ইন্দোনেশিয়া, মালেশিয়া, সুদান, থাইল্যান্ড ও ভারত সহ দেশের বিভিন্ন এলাকার হাজারো ধর্মপ্রাণ মুসল্লিগণ ইজতেমায় অংশ নিয়েছেন।
আজ শুক্রবার ইজতেমায় সর্ববৃহৎ ইজতেমায় জুম্মার নামাজের ঈমামতি করেন কাকরাইল মসজিদের সূরা সদস্য আলহাজ্ব মাওলানা মোশারফ হোসেন। এরপর হেদায়েতের বয়ান করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি হাফেজ মাওলানা ওজিউল্লাহ্। বাদ আসর ইন্দোনেশিয়া তাবলিক জামাতের আমির মাওলানা আহম্মেদ মিস বাইন মনির এবং বাদ মাগরিব কাকরাইল মসজিদের সূরা সদস্য আলহাজ্ব মাওলানা মোশারফ হোসেন বয়ান করেন।

শনিবার বাদ ফজর বগুড়া মার্কাস মসজিদের মুরব্বি মাওলানা আলহাজ্ব আশরাফ আলী ও কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা মনির বিন ইউসুফ বয়ান করবেন। এরপর সকাল সাড়ে ১০ আলহাজ্ব মাওলানা মোশারফ হোসেনের আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্ত ঘটবে।

বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এজন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১