বাংলাদেশের খবর

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯

বগুড়ায় মুসল্লিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা

আজ শনিবার বগুড়ার ধুনটের সরুগ্রামে ৪৩তম বিশ্ব ইজতেমায় আখেরী মোনাজাতে অংশ নেয়া মুসল্লিগণের একাংশ প্রতিনিধির পাঠানো ছবি


মুসল্লিম উম্মাহর শান্তি উন্নয়ন ও সমৃদ্ধি কামনা এবং আল্লাহর দরবারে গুনাহ্ মাফ চেয়ে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো বগুড়ার ধুনট উপজেলার তিনদিন ব্যাপি বিশ্ব ইজতেমা। ধুনট উপজেলার সরুগ্রামে তাবলিক জামাতের আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এই বিশ্ব ইজতেমার।

আজ শনিবার সকাল ১১টায় আখেরী মোনাজাতের পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের সূরা সদস্য আলহাজ্ব মাওলানা মোশারফ হোসেন। দীর্ঘ ১৬ মিনিটের মোনাজাতের সময় হাজারো ধর্মপ্রাণ মুসল্লিগনের কান্না ও আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান।

জানা যায়, টঙ্গীর বিশ্ব ইজতেমা সফল করতে ঢাকার কাকরাইল মসজিদের তত্বাবধায়নে যুগ যুগ ধরে ধুনট উপজেলার সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। বৃহস্পতিবার বাদ ফজর ইন্দোনেশিয়া তাবলিক জামাতের আমির মাওলানা আহম্মেদ মিস বাইন মনিরের উদ্বোধনী আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। ইজতেমায় প্রতিবছরের ন্যায় এবারও ইন্দোনেশিয়া, মালেশিয়া, সুদান, থাইল্যান্ড ও ভারত সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিগণ জামাত বন্দি হয়ে অংশ গ্রহন করেন।

ইজতেমার আয়োজক কমিটির সূরা সদস্য হুমায়ুন কবির জানান, ইজতেমা শেষে ৩টি জামাত ভারতে এবং ১৮টি জামাত দেশের বিভিন্ন এলাকায় ইসলামের দাওয়াতের কাজে বের হয়েছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা সমাপ্তি হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১