বাংলাদেশের খবর

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯

ডাকাতি ও ছিনতাই করে অর্থের জোগান দিত জঙ্গি রিপন

জেএমবির অন্যতম শুরা সদস্য মোঃ মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজা ছবি : সংগৃহীত


ডাকাতি ও ছিনতাই করে জঙ্গি কর্মকাণ্ডের অর্থের জোগান দিত র্যাবের হাতে গ্রেফতার মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল করিম ওরফে আবু মুহাজির। হলি আর্টিজানে জঙ্গি হামলার আগে ৩৯ লাখ টাকা দেয় সে। এ ছাড়া বিভিন্ন সময় অর্থের জোগান দিত। র্যাবের জিজ্ঞাসাবাদে এমন তথ্যই দিয়েছে জঙ্গি রিপন।

জিজ্ঞাসাবাদে রিপন জানিয়েছে, ২০১৪ সালে ত্রিশালের মতো জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল তারা। এমন ঘটনা ঘটিয়ে জঙ্গিদের উজ্জীবিত করার চেষ্টা চলছিল। রিপনের দায়িত্ব ছিল ইয়ানতের (চাঁদা) সংগ্রহ করে ডা. নজরুলকে পৌঁছে দেওয়া। ডা. নজরুল জেএমবির একাংশের সাবেক আমির। বিভিন্ন সময়ে রিপন বিকাশের দোকান লুট করে ৬ লাখ, সিগারেট বিক্রেতা থেকে ছিনতাই করে ১ লাখ টাকা এবং গাইবান্ধায় অপর এক ঘটনায় ১ লাখসহ মোট ৮ লাখ টাকা ছিনতাইকৃত টাকা জেএমবির আমির সারোয়ার জাহানের কাছে পৌঁছে দেয়।

রিপন আরো জানিয়েছে, ২০১৫ সালের মাঝামাঝি তামীম চৌধুরী ও সারোয়ার জাহানের গোপন বৈঠকের মাধ্যমে সমঝোতার ভিত্তিতে সম্পূরক পত্র তৈরি করা হয়। সমঝোতার ভিত্তিতে সারোয়ার জাহানকে আমির নির্বাচিত করা হয় এবং সাংগঠনিক নাম দেওয়া হয় শায়খ আবু ইব্রাহিম আল হানিফ। ওই বৈঠকে সাদ্দাম ওরফে কামাল, শরিফুল ওরফে রাহাত এবং রিপনসহ কয়েকজন উপস্থিত ছিল। এ সময় রিপন সুরা সদস্য মনোনীত হয়। হলি আর্টিজানে হামলার পর গ্রেফতার এড়াতে রিপন ভারতে চলে যায়। গত বছরের শুরুর দিক ফের দেশে এসে  জঙ্গিদের সংগঠিত করতে থাকে। সম্প্রতি তারা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্পর্শকাতর স্থানসহ আদালত প্রাঙ্গণে জঙ্গি হামলার পরিকল্পনা করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১