বাংলাদেশের খবর

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯

দেড় মাস পর সাংবাদিক নির্যাতনের তদন্ত প্রতিবেদন জমা


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগ কর্মীদের দ্বারা সাংবাদিক মারধরের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট অবশেষে জমা দিয়েছে ’হল প্রশাসন’। ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও রিপোর্টটি জমা দেয়া হয়েছে প্রায় দেড় মাস পর।

গত ৫ ডিসেম্বর রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব হলের গেস্ট রুমে ছাত্রলীগ কর্মীদের মধ্যে উত্তেজনা ও মারামারির সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক কালের কন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে মারধর করে ওই হলের ছাত্রলীগ কর্মীরা। ওই ঘটনার পর ৭ ডিসেম্বর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব হলের হাউজ টিউটরদের সমন্বয়ে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন হল প্রভোস্ট অধ্যাপক ড. শংকর কুমার দাশ। ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হলেও ২০ জানুয়ারি তদন্ত রিপোর্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেয়া হয়।

এ বিষয়ে প্রভোস্ট অধ্যাপক ড. শংকর কুমার দাশ বলেন, ‘সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ব্যবস্থা নিবে তা ’হল প্রশাসন’ বাস্তবায়ন করবে।

তদন্ত রিপোর্ট জমা দিতে দেরি হলো কেনো প্রশ্নে জানতে চাওয়া হলে প্রভোস্ট অধ্যাপক ড. শংকর কুমার দাশ বলেন, এক পক্ষ রিপোর্ট জমা দিতে বাধা দিয়েছিল। সে কারণেই রিপোর্ট প্রকাশে দেরি হয়েছে। তবে আমি তাদের নাম বলব না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১