বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯

তপন মাহমুদের সঙ্গীত জীবনের ৫০ বছরপূর্তি

তপন মাহমুদ সংরক্ষিত ছবি


প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী তপন মাহমুদের সঙ্গীত জীবনের ৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘জয়তু তপন মাহমুদ’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ। আজ শুক্রবার বিকাল ৫টায় রাজধানীর শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত সংস্কৃতি সচিব রোখসানা মালেক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাট্যজন আতাউর রহমান, ম. হামিদ ও বাচিক শিল্পী আশরাফুল আলম, সঙ্গীতশিল্পী পীযূষ বড়ুয়া।

সঙ্গীত জীবনের ৫০ বছরপূর্তি উপলক্ষে তপন মাহমুদের গাওয়া ৫০টি রবীন্দ্রসঙ্গীত ও ১২টি হারানো দিনের গান নিয়ে একটি সংকলনের মোড়ক উন্মোচন করা হবে। সংকলনটির নাম ‘সুদূরের পিয়াসী’। আলোর ঝর্ণাধারা নামে সিডিটি সাজানো হয়েছে ১২টি হারানো দিনের গান দিয়ে। গানগুলোর মধ্যে রয়েছে সুরের আকাশে তুমি যে গো, কতদিন পর এলে একটু বসো, এই মেঘলা দিনে একলা ঘরে, এই রাত তোমার আমার, বনতল ফুলে ফুলে ঢাকা, এ কূলে আমি, এই বালুকা বেলায় আমি, আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, এই পৃথিবীতে সারাটি জীবন, আর কত রহিব শুধু পথ চেয়ে, মা গো ভাবনা কেন ও এক গোছা রজনী গন্ধা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১