বাংলাদেশের খবর

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি

ফের নেতৃত্বে গুলজার-খোকন

গুলজার ও খোকন ছবি : সংগৃহীত


বাংলাদেশে চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার। শান্তিপূর্ণ এ নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে শুক্রবার মধ্য রাতের পর। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ১৮৩ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহমান গুলজার। মহাসচিব পদে বদিউল আলম খোকনও পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৫৭ ভোট।

এবারের নির্বাচনে ১৬১ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মনতাজুর রহমান আকবর। উপ-মহাসচিব পদে জয়ী হয়েছেন শাহিন সুমন। তিনি পেয়েছেন ১৪৫ ভোট। এছাড়া কোষাধ্যক্ষ পদে মো. সালাউদ্দিন, সাংগঠনিক সচিব পদে কবিরুল ইসলাম রানা, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব পদে মোস্তাফিজুর রহমান মানিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদে শাহীন কবির টুটুুল, প্রচার-প্রকাশনা ও দফতর সচিব পদে মো. আনোয়ার সিরাজী নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন আবুল খায়ের বুলবুল, আবদুস সামাদ খোকন, আহমেদ ইলিয়াস ভূইয়া, এমএ আউয়াল, সাঈদুর রহমান সাঈদ, সোহানুর রহমান সোহান, ছটকু আহমেদ, কমল সরকার, নূর মোহাম্মদ মনি ও মোস্তাফিজুর রহমান বাবু।

চলচ্চিত্র পরিচালক সমিতির এবারের নির্বাচনে অংশ নিয়েছে দুটি প্যানেল। এর মধ্যে একটি মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন, অন্যটি বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী।

এ ছাড়া মহাসচিব পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচালক সাফি উদ্দিন সাফি নির্বাচন করেছেন। নির্বাচনে মোট ৩৬২ ভোটারের মধ্যে ৩১৯ জন ভোট প্রয়োগ করেছেন। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১