বাংলাদেশের খবর

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯

ভোটের মাধ্যমে লালপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী বাছাই

লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করতে ভোট দিচ্ছেন এক ভোটার প্রতিনিধির পাঠানো ছবি


নাটোরের লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের চূড়ান্ত মনোনয়নের জন্য মনোনয়ন  প্রত্যাশী ২৯ জন প্রার্থীর মধ্যে ভোটের মাধ্যমে ৯ জন প্রার্থী বাছাই করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে লালপুর উপজেলার আড়বার ইউনিয়ন পরিষদে ২৬৫ জন ভোটারের মধ্যে ২৫৫ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

দলীয় সূত্রে জানা যায়, ভোটে চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, দ্বিতীয় হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু এবং তৃতীয় হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ যুগ্ম সম্পাদক আ.স.ম মাহমুদুল হক মুকুল।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন মনোয়ার হোসেন মনি, দ্বিতীয় হয়েছেন এস এম আনিসুজ্জামান বাবু ও এবং তৃতীয় হয়েছেন মোয়াজ্জেম হোসেন।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন পারভীন আকতার, দ্বিতীয় লাবনী সুলতানা, ও তৃতীয় হয়েছেন নাজমা খাতুন।

প্রার্থী বাছাই কমিটিতে ছিলেন- নাটোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আহাদ আলী সরকার, সহসভাপতি  অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্তজা আলী বাবলু, দফতর সম্পাদক দিলিপ কুমার দাস।

উল্লেখ্য, উপজেলার একটি পৌরসভা ও ১০ টি ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক এই ভোট দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১