বাংলাদেশের খবর

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯

তিন বছর কর্মস্থলে অনুপস্থিত সরকারি চিকিৎসক

তিন বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত সরকারি ডাক্তার প্রতীকী ছবি


প্রায় তিন বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত সহকারী সার্জন ডা. রেজুয়ানা ইসলাম। দীর্ঘদিন ধরে এই ডাক্তারের অনুপস্থিতির কারণে এই ইউনিয়নের ২০টি গ্রামের প্রায় ৫০ হাজার জনসাধারণ সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি কোথায় আছেন, তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেউ বলতে পারছেন না। তবু তার সরকারি চাকরিটি বহাল তবিয়তে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডা. রেজুয়ানা ইসলাম স্বাস্থ্য অধিদফতর ঢাকা বিভাগের পরি : (স্বা:)/ঢাকা/পা/বদলি/১৩/১৫৭১ তাং১২/০৮/২০১৩ স্মারকে (কোড নং ১২৬৪৩৬) মেডিকেল অফিসার হিসেবে বদলি হয়ে ২০১৩ সালের ১৪ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে তরফপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে যোগদান করেন। কিন্তু ডা. রেজুয়ানা ইসলাম গত ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি হতে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। তার অনুপস্থিতির বিষয়টি ৭ মাস পর একই বছর ২০ অক্টোবর উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ টাঙ্গাইল সিভিল সার্জনকে অবহিত করেন।

এ বাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বলেন, ডা. রেজুয়ানা ইসলামের অনুপস্থিতির বিষয়টি ২০১৬ সালের ২০ অক্টোবর মাসে সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে।

জানতে চাইলে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান জানান, ডা. রেজুয়ানা ইসলামের অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. নিতিশ কান্তি দেবনাথ বলেন, অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার বিষয়ে মহাপরিচালক স্বাস্থ্য অধিদফতর মহাখালী শৃঙ্খলা শাখা থেকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১