বাংলাদেশের খবর

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯

ডিএনসিসি উপনির্বাচন

আতিকুলসহ পাঁচজন বৈধ, শাফিনের বাতিল

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)


ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঋণখেলাপির অভিযোগে জাতীয় পার্টির মনোনীত ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব আবুল কাশেম এ ঘোষণা করেন।

আতিকুল ইসলাম ছাড়া বৈধ প্রার্থীরা হলেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ববি হাজ্জাজ, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম।

রিটার্নিং অফিসার আবুল কাশেম বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৩, ৪ এবং ৫ ফেব্রুয়ারি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করতে পারবেন। এ ছাড়া তাদের উচ্চ আদালতে যাওয়ারও সুযোগ আছে। আগামী ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১০ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ। তারপর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারে নামতে পারবেন।

মেয়র পদে উপনির্বাচনে লড়তে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছিলেন মাত্র ছয়জন। বিএনপি এ নির্বাচন বয়কট করেছে।

আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র আনিসুল হক মারা যাওয়ায় ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১