বাংলাদেশের খবর

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯

হাবিপ্রবির প্রথম বর্ষের ভর্তি ৬ ফেব্রুয়ারি থেকে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছবি : সংগৃহীত


দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ফলাফল প্রকাশ হয়েছে। ২৬ জানুয়ারি ফলাফল প্রকাশের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক সদস্য সচিবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, এ বছর ৮টি অনুষদে ৪৪টি বিভাগের অধীনে ২ হাজার ৫টি সিটের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছিল ১ লাখ ১২ হাজার ১৯২টি। প্রতি আসনের জন্য গড়ে পরীক্ষার্থী ছিল ৫৬ জন। একইসঙ্গে মেধা ও অপেক্ষমাণ তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে পছন্দক্রম ফর্ম ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি মধ্যে পূরণ করতে বলা হয়। মেধাতালিকা থেকে ভর্তি ৬ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘জি’ এবং ৭ ফেব্রুয়ারি বি, সি, ডি, ই, এফ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে। নতুন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ১৬ ফেব্রুয়ারি এবং ক্লাস শুরু হবে ১৭ ফেব্রুয়ারি থেকে।

ভর্তি সম্পর্কিত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.hstu.ac.bd) তে পাওয়া যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১