বাংলাদেশের খবর

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯

হুমকি দিলে দ্বিগুণ গতিতে উচ্ছেদ করা হবে : ভূমিমন্ত্রী

শনিবার কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছবি: ইউএনবির


ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, কর্ণফুলী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধে হুমকি দিয়ে কেউ পার পাবেন না। কেউ হুমকি দিলে উচ্ছেদের গতি দ্বিগুণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

সাইফুজ্জামান বলেন, ‘অনেকে মনে করছেন- শুরু তো হলো, তারপর মনে হয় উচ্ছেদ কাজ বন্ধ হয়ে যাবে। এটা হবে না। আমি থাকতে কাজ বন্ধ করতে দেব না। কাজ শুরু হয়েছে, তা শেষ হবে। কর্ণফুলী নদীকে ঘিরে যে পরিকল্পনা আমরা নিয়েছি সেটা বাস্তবায়ন করা হবে।’

অবৈধ কোনো স্থাপনা রাখা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তবে এখানে কিছু বিষয় আছে। অবৈধ স্থাপনার মধ্যে একটি হিমাগার আছে। এতে ব্যবসায়ীরা কয়েক হাজার টন মাছ মজুদ রাখেন। ব্যবসায়ীদের ক্ষতি করে কোনো কাজ করলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১