বাংলাদেশের খবর

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯

আইজিপি পদক পেলেন কালকিনি থানার ওসি মোফাজ্জেল হোসেন

আইজিপি পদক গ্রহণ করছেন কালকিনি থানার ওসি মো. মোফাজ্জল হোসেন প্রতিনিধির পাঠানো ছবি


মাদারীপুররের কালকিনি মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জেল হোসেন এবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আইজিপি ব্যাজ পদক প্রাপ্ত হয়েছেন।  বিষয়টি তার ব্যাক্তিগত ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

সাংবাদিকদের তিনি আরও জানান, বিভিন্ন মামলার মূল রহস্য উদঘাটন সহ ঘটনায় জড়িত মূল আসামীদের গ্রেফতারসহ আইনশৃংখলা রক্ষায় বিশেষ নৈপুণ্য ও অবদান রাখায় গত বুধবার(৬ ফেব্রুয়ারী) রাজধানীর রাজারবাগ পুলিশ প্যারেড গ্রাউন্ডে ‘পুলিশ সপ্তাহ-২০১৯’ অনুষ্ঠানে আইজিপি ড. মোহাম্মদ  জাবেদ পাটোয়ারী বাংলাদেশ পুলিশের সব্বোর্চ আইজিপি ব্যাজ পরিয়ে দেন।

থানার ওসি আইজিপি ব্যাজ পদক প্রাপ্ত হওয়ায় কালকিনি মডেল থানার সকল অফিসার ফোর্সদের পক্ষ হতে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এ প্রসঙ্গে ওসি মো. মোফাজ্জল হোসেন বলে, আইজিপি ব্যাজ পদক প্রাপ্ত হয়েছি এতে আমার কাজের উৎসাহ আরও বেড়েছে।  এজন্য আমি আনন্দিত এবং আমাকে যে পদকে ভূষিত করেছেন আমি যেনো তার সম্মান অক্ষুণ্ন রাখতে পারি সেই ভাবে আমি ভবিষ্যতে  কাজ করে যাবো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১