বাংলাদেশের খবর

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯

মর্মান্তিক!


টাঙ্গাইল সখীপুরের দিনমজুর শাহ আলমের উপার্জনের একমাত্র মাধ্যম হলো ঘোড়া। গতকাল রোববার রাতে সেই ঘোড়াটির গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শাহ আলমের অভাব অনটনের ছয় সদস্যের সংসার। ঘোড়ার গাড়ি দিয়েই তিনি সংসার ও দুই সন্তানের লেখাপড়ার খরচ জোগাতেন, ওষুধ কিনতেন বৃদ্ধ মায়ের জন্য। তাই প্রিয় ঘোড়াটি হারিয়ে এখন নিঃস্ব শাহ আলম। কীভাবে চলবে তার সংসার ও ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ এ নিয়ে দিশাহারা তিনি। শাহ আলম উপজেলার বড়চওনা গায়েন মোড় এলাকার মাজম আলীর ছেলে।

জানা গেছে, গত শনিবার শাহ আলম তার ঘোড়াটি গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েন। গতকাল রোববার সকালে উঠে ঘোড়াটি গোয়ালঘরে না পেয়ে দিশাহারা হয়ে খুঁজতে থাকেন। পরে স্থানীয়রা বাড়ির পাশে সামাজিক বনায়নের গাছের সঙ্গে গলায় রশি টাঙানো অবস্থায় ঘোড়াটি দেখে শাহ আলমকে খবর দেয়। শাহ আলম প্রিয় ঘোড়াটি মৃত দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ঘোড়া একটি পশু। তার কোনো দোষ নেই। একটি পশুকে এভাবে গলায় রশি দিয়ে মেরে ফেলা সত্যিই দুঃখজনক ও অমানবিক।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১