বাংলাদেশের খবর

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯

চাঁদপুরে সহস্রাধিক যাত্রী নিয়ে সপ্তবর্ণা-৯ মেঘনার চরে আটকা


চাঁদপুরে মেঘনার চরে সহস্রাধিক যাত্রী নিয়ে সপ্তবর্ণা-৯ নামের একটি লঞ্চ আটকা পড়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ১১টার সময় চাঁদপুর সীমানার মতলব উত্তরের ষাটনল নাম স্থানে সপ্তবর্ণা-৯ লঞ্চটি মেঘনার ডুবোচরে আটকা পড়ে।

আজ সোমবার সকাল ১০টার পর থেকে বোগদাদিয়া ও সোনারতরী নামের দুটি লঞ্চ আটকা পড়া লঞ্চটির যাত্রীদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। দুপর ১টা পর্যন্ত যাত্রীদের এ দু’টি লঞ্চে তোলা হচ্ছে বলে ষাটনল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন।

জানা গেছে, বরগুনাগামী লঞ্চটি রোববার বিকেল ৫ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসে। পরে গভীর রাতে ঘনকুয়াশায় চাঁদপুরের উত্তর মতলব উপজেলার ষাটনল এলাকার মেঘনার চরে এসে আটকা পড়ে যায়।

পরিবহন পরিদর্শন রেজাউল করিম সুমন মুঠোফোনে জানান, লঞ্চে আটকা পড়া যাত্রীদের চাঁদপুরের ২টি লঞ্চ দিয়ে উদ্ধার করে গন্তব্যস্থলে প্রেরণ করার হচ্ছে।

বেলতলী পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ মনির হোসেন ঘটনাস্থল থেকে জানান, যাত্রীদের চাঁদপুরের ২টি লঞ্চ দিয়ে গন্তব্যস্থলে প্রেরণ করা হয়েছে। আটক লঞ্চটি জোয়ার আসলে উদ্ধার করা হবে।

মতলব থানার ওসি মো. কবির হোসেন জানান, ঘটনাস্থলটি মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় পড়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১