বাংলাদেশের খবর

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯

চৌদ্দগ্রামে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে আজ মঙ্গলবার ভোরে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ ওষধ উদ্ধার করেছে বিজিবি ছবি : বাংলাদেশের খবর


কুমিল্লার চৌদ্দগ্রামে দুই কোটি টাকা মুল্যের ভারতীয় যৌন উত্তেজক বিভিন্ন প্রকার ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

আজ মঙ্গলবার ভোরে পৌর এলাকার লক্ষীপুর সীমান্ত দিয়ে পাচারের সময় সেগুলো উদ্ধার করা হয়।  কুমিল্লা ১০ বিজিবি ব্যাটেলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল্লাহ আল ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফারুকী আরো বলেন, এক সপ্তাহ আগে থেকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি-লক্ষীপুর সীমান্ত এলাকা দিয়ে দুই কোটি টাকা মুল্যের ভারতীয় মালামাল বাংলাদেশে আনা হবে। এমন সংবাদে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। মঙ্গলবার ভোরে দুই লাখ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা, সেনেগ্রা ও টার্গেট বাংলাদেশে পাচারকালে বিজিবি অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে বিজিবি প্যাকেটভর্তি দুই কোটি টাকা সমমানের ওই ট্যাবলেটগুলো উদ্ধার করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১