বাংলাদেশের খবর

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯

দিল্লিতে হোটেলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৭

ভারতের বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৭ ছবি : সংগৃহীত


ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি হোটেলে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর এনডিটিভির।

আজ ভোর ৪টা নাগাদ দিল্লির করোল বাগের হোটেল অর্পিত প্যালেসে এই আগুনের সূত্রপাত হয়। দমকলের ২৬টি ইঞ্জিন আগুন নেভাতে কাজ করে। সকাল ৭ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবরে বলা হয়েছে।
নিহতদের মধ্যে এক শিশু ও নারী আগুন থেকে বাঁচতে হোটেলের জানালা দিয়ে লাফ দিতে গিয়ে মারা যায়। হোটেলটির ৬৫টি কক্ষে অন্তত ১৫০জন ঘুমাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, ছয় তলাবিশিষ্ট হোটেলটিতে আগুন দাউ দাউ করে জ্বলছে। এক ব্যক্তিকে ছাদ থেকে ঝুলতে দেখা যায় এবং পরবর্তীতে তিনি নিচে লাফ দেন।

৩৫ জনের লোককে উদ্ধার করা হয়েছে এবং আহতদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ বলছে, নিহতদের অধিকাংশই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।

বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, হোটেলটিতে অবস্থানরতদের অনেকেই ছিলেন মিয়ানমারের নাগরিক। শর্টসার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে দমকল বাহিনী অনুমান করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১