বাংলাদেশের খবর

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯

কেরানীগঞ্জে ৪টি ইটভাটকে ৪০লাখ টাকা জরিমানা

কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের নির্দেশে কয়েকটি অবৈধ ইটভাটা ভেঙ্গে দেওয়া হয় ছবি : বাংলাদেশের খবর


ঢাকার কেরানীগঞ্জে ৪টি অবৈধ ইটভাটাকে ৪০লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে ১টায় কোন্ডা ইউনিয়নের মোল্লারহাট, জাজিরা ও আইন্তা পোর্ট এলাকায় ভ্রাম্যমান আদাতের অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এই ভ্রাম্যমান আদালতের অভিযানের নেতৃত্ব দেন।

এসময় পরিবেশের ছাড়পত্র, জেলা প্রশাসকের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোল্লারহাট এলাকায় মেসার্স মোল্লা ব্রিকস, মেসার্স এম,এইচ এন্ড কোং ও জাজিরা এলাকায় মেসার্স নিউ ব্রিকস এবং এবিএম ব্রিকস নামে ৪টি ইটভাটাকে ৪০লাখ টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে মোল্লা ব্রিকস ও এম.এইচ এন্ড কোং ব্রিকসকে ১১লাখ টাকা করে এবং নিউ ব্রিকসকে ৮লাখ টাকা এবং এবিএম ব্রিকসকে ১০লাখ টাকা জরিমানা করা হয়। মেসার্স নিউ ব্রিকস, মেসার্স এম.এইচ এন্ড কোং ব্রিকস দুইটির ইটভাটাকে ভেকুদিয়ে আংশিক ভেঙ্গে ফেলা হয় এবং মোল্লা ব্রিকসসহ ওই তিনটি বিকস এর ইটভাটায় ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের ডিডি মোঃ আমিরুল ইসলাম, সহকারী পরিচালক(প্রচার) সমর দাস কৃষ্ণ, পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক খালেদ হাসান, সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও মিহির লাল সরদার ও ইন্সেপেক্টর মির্জা আসাদুল কিবরিয়া ও বেঞ্চ সহকারী ও নমুনা সংগ্রহকারী - রাসুল ইয়াবারী কামাল।

পরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, পরিবেশের ক্ষতিকর সকল ইটভাটা বন্ধ করে দেওয়া হবে। আজ আমরা ৪টি অবৈধ ইট ভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করেছি এবং কয়েকটি অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১