বাংলাদেশের খবর

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯

ইজতেমায় উসকানিমূলক বক্তব্য না দেওয়ার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর


ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের বিভক্ত দুই পক্ষকে একে অপরের প্রতি উসকানিমূলক বক্তব্য না দিতে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার গাজীপুরের টঙ্গীতে বিবদমান দুই পক্ষের মুরব্বিদের নিয়ে ইজতেমার প্রস্তুতি সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমা ময়দানে সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। যদি কেউ এ ধরনের মন্তব্য (উসকানিমূলক) করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, মুসল্লীদের সার্বিক নিরাপত্তা দিতে আইন প্রয়োগকারী সংস্থা বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে এবং তা আগের তুলনায় অনেক বেশি।

যেকোনো অপপ্রচারকারীকে নিরাপত্তাবাহিনী তাৎক্ষণিক শনাক্ত করতে সক্ষম উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী আগের চেয়ে অনেক সমৃদ্ধ, অনেক দক্ষ। আমাদের নিরাপত্তা বাহিনী এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। কোনো অপপ্রচারও যদি কেউ করে থাকেন তাকে আমরা এখন তাৎক্ষণিক শনাক্ত করতে পারছি। তাই সবাইকে অনুরোধ করব কেউ আপনারা উসকানিমূলক, বিভ্রান্তিমূলক মন্তব্য বা বক্তব্য দেবেন না, সে-টা ফেসবুক হোক আর সম্মুখে হোক। সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী তৈরি রয়েছে।’

গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মাদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ায়ী, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ও গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ওয়াইএম বেলালুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষ সভায় অংশ নেয়।

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এক পর্বে চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের বিবদমান দুটি পক্ষ দুই দিন করে ইজতেমা করবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১