বাংলাদেশের খবর

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯

পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান তৈরিতে পরামর্শক নিয়োগ

পায়রা বন্দরের উন্নয়নে বিস্তারিত মাস্টারপ্ল্যান তৈরির জন্য পরামর্শক নিয়োগ দিয়েছে সরকার ছবি : সংগৃহীত


পায়রা বন্দরের উন্নয়নে বিস্তারিত মাস্টারপ্ল্যান তৈরির জন্য পরামর্শক নিয়োগ দিয়েছে সরকার। নেদারল্যান্ডসের রয়েল হাসকনিং ডিএইচভি-সহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গবেষণা, পরীক্ষা ও পরামর্শক ব্যুরোকে (বিআরটিসি) পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পরামর্শক নিয়োগ সংক্রান্ত একটি চুক্তিপত্র সই করা হয়। পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম জাহাঙ্গীর আলম, বিআরটিসি, বুয়েটের পরিচালক অধ্যাপক ড. মো. শামসুল হক এবং রয়েল হাসকনিংয়ের স্ট্র্যাটেজিক বিজনেস ডিরেক্টর এরিক স্মিট নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ ও বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারউইজ উপস্থিত ছিলেন।

এ মাস্টারপ্ল্যান নির্মাণে ব্যয় হবে প্রায় ১২৫ কোটি টাকা। এ কাজে বুয়েটের ২৯ জন বিশেষজ্ঞ প্রফেসর ও রয়েল হাসকনিং ডিএইচভির ৬১ জন বিশেষজ্ঞ অংশ নেবেন। পরামর্শক প্রতিষ্ঠান ২৪টি ডেলিভারেবলস রিপোর্ট (সমীক্ষা ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফর্মা) প্রণয়ন করবে। তাতে ১৮ মাস সময় লাগবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১