বাংলাদেশের খবর

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯

আবাহনীতেই মাশরাফি

মাশরাফি ছবি : সংগৃহীত


ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে বল হাতে উজ্জ্বল ছিলেন মাশরাফি। অন্যদিকে শিরোপা না জিততে পারলেও গেল বিপিএলেও দেখিয়েছেন নিজের ক্যারিশমা। তারই সুবাদে এবারো নড়াইল এক্সপ্রেসকে ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।

আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাওয়া ঢাকা লিগের জন্য বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ককে রেখে দিয়েছে ক্লাবটি। লিগের আয়োজক সিসিডিএম সূত্রে জানা গেছে এ তথ্য।

গত মৌসুমে আবাহনীর জার্সিতে ১৬ ম্যাচে ৩৯ উইকেট নিয়ে রেকর্ড গড়েন মাশরাফি। এক ম্যাচে করেন হ্যাটট্রিক। বিপিএলেও দারুণ বোলিং করেছেন রংপুর রাইডার্স অধিনায়ক। ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ শিকারি তিনিই।

ঢাকা লিগের গত আসরে মাশরাফিকে লটারির মাধ্যমে শাইনপুকুর ক্রিকেট ক্লাব পেলেও পারস্পরিক সমঝোতায় খেলা মাঠে গড়ানোর আগেই তিনি যোগ দেন আবাহনীর ডেরায়। দুটি ক্লাবের মালিকানা একই হওয়ায় সেবার দল বদলানোর সুযোগ পান এ পেসার।

পরে চ্যাম্পিয়ন করেন আবাহনীকে। কাগজে-কলমে আবাহনীর নেতৃত্বভার নাসির হোসেনের কাছে থাকলেও দলীয় সিদ্ধান্তের কেন্দ্রে ছিলেন মাশরাফিই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১