বাংলাদেশের খবর

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমার ১ম পর্ব শেষ

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে জোবায়ের অনুসারীদের ইজতেমা শেষ সংরক্ষিত ছবি


আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, হেদায়েত, হেফাজত, রহমত, মাগফিরাত, নাজাত, দেশ ও বিশ্ব মানবতার কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হল ৫৪তম বিশ্ব ইজতেমার ১ম পর্বের আখেরি মোনাজাত‍।

আজ শনিবার সকাল ১০টা ৪২ মিনিট থেকে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত চলে বেলা ১১টা ৬ মিনিট পর্যন্ত। ২৪ মিনিটের এই মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের হাফেজ মাওলানা জোবায়ের।

এর আগে সকাল থেকে পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খোরশেদ হেদায়েতি বয়ান শুরু করেন। তার বয়ানের বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।

এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার ভোর রাত থেকেই মুসল্লিরা টঙ্গীর ইজতেমা ময়দানে জড়ো হতে শুরু করে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকেই মুসল্লিরা পায়ে হেঁটে ইজতেমা ময়দানে যেতে শুরু করে। অনেকই ময়দানে গিয়ে ফজরের নামাজ আদায় করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১