বাংলাদেশের খবর

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯

মাগুরার মহম্মদপুরে অগ্নিকান্ডে নবজাতকের মৃত্যু, আহত ১

আগুনে পুড়ে যাওয়া ঘর ছবি : বাংলাদেশের খবর


মাগুরার মহম্মদপুরে আগুনে পুড়ে সামিউল নামে ২৩ দিন বয়সের একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এসময় মাছুরা (৬) নামে আরেক শিশু গুরুত্বর আহত হয়। নিহত সামিউল ও আহত মাছুরা ওই গ্রামের নাজমুল মোল্যার সন্তান। অগ্নিকান্ডে নগদ ৫৫ হাজার টাকা সহ গবাদী পশু, ধান, পাট ছাড়াও গৃহস্থালীর যাবতীয়, আসবাবপত্র মিলিয়ে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতের চাচা বাবলু জানায়, বাড়িতে ৬ বছর বয়সী মাছুরা ও মাত্র ২৩ দিন বয়সী সামিউলকে রেখে নাজমুল মোল্লার স্ত্রী পাশের বাড়িতে অবস্থানের সময়ে বাড়িতে আগুন লাগে।

আগুন লাগার খুব অল্প সময়ের মধ্যেই তা সম্পুর্ন ঘরে ছড়িয়ে পড়ে। মাসুরার চিৎকার শুনে ঘরের টিনের বেড়া ভেঙ্গে শিশু মাছুরাকে জীবিত উদ্ধার করতে পারলেও সম্ভব হয়নি সামিউলকে বাঁচানো। ঘটনাস্থলেই সামিউল পুড়ে ছাই হয়ে যায়। গুরুতর আহত শিশু মাছুরাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. নিলুফা ইয়াসমিন জানান, মাছুরার শরিরের দুই হাত, পিঠ, ঘাড়, হাটু সহ প্রায় ৩০ভাগ পুড়ে গেছে।

মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মুস্তাইন হোসেন জানান, ঘরের ভিতর থাকা কেরোসিন ল্যাম্পের থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এছাড়াও ঘরে পাট বোঝাই থাকার কারণে ও ফায়ার সার্ভিস অফিস থেকে ৬ কি.মি দূরত্বে হওয়ায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমান সর্বোচ্চ হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১