বাংলাদেশের খবর

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯

ভূরুঙ্গামারী সীমান্তে কাটাতারের বেড়া কাটতে গিয়ে আটক ৩

ভূরুঙ্গামারী সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার সময় বিজিবির হাতে আটক ৩ চোরাকারবারী ছবি : বাংলাদেশের খবর


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে কাটাতারের বেড়া কেটে ভারতীয় গরু পাচার করে বাংলাদেশে আনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

জানাগেছে, ভাওয়ালকুড়ি বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চরভূরুঙ্গামারী গ্রামের আবু বক্করের পুত্র মকবুল হোসেন (৪০) ও মাইদুল ইসলাম (৩৮) এবং দক্ষিণ তিলাই গ্রামের কোব্বাত আলীর পুত্র আজাদুর ইসলাম (৩৫) কে আটক করে।

আটককৃতরা রাত আনুমানিক ৩টার দিকে চরভূরুঙ্গামারী ইউনিয়নের দক্ষিণ তিলাই গ্রামের ১০৯৮ মেইন পিলার সংলগ্ন এলাকার সীমান্তের কাটাতারের বেড়া কেটে ভারতীয় গরু পাচারের চেষ্টা করছিল। এসময় তাদের নিকট থেকে একটি লোহা কাটার যন্ত্র ও একটি ধারালো দা উদ্ধার করে বিজিবি।

ভাওয়ালকুড়ি বিওপির নায়েক মোঃ জোবায়দুর রহমান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ঘ/২৫ ধারায় ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১