বাংলাদেশের খবর

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯

জনবিচ্ছিন্ন দল হয়ে গেছে বিএনপি : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ সংগৃহীত ছবি


বিএনপি একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল হয়ে গেছে বলে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ। শনিবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল হয়ে গেছে। নির্বাচনে পরাজিত হওয়ার পর তারা এসব বিভ্রান্তমুলক কথা বার্তা বলছে বরং তারা তাদের পরাজয়ের কারণ খতিয়ে দেখে চিন্তাভাবনা করে তা হলে ভবিষ্যতে জনগণের আস্থা অর্জনের জন্য এগিয়ে যেতে পারবে।

‘ইসির ইমামমতিতে দেশে গণতন্ত্রের কবর রচনা হয়েছ ড. জাফরউল্লার এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ড. জাফরউল্লাহ একজন মুক্তিযোদ্ধা। তবে যাদের বয়স বেশি হয়ে যায় তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তিনিও একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, তার কথা আমলে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এস এম মুসতানজিদ, হাসপাতালের উপ-পরিচালক ডা. হাছানুজ্জামান, আর এম ও ডা. তাপস কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান  প্রমুখ উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১