বাংলাদেশের খবর

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯

নরসিংদীতে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে শিশু নিহত

নরসিংদীতে দুর্ঘটনা কবলিত বাস নরসিংদীতে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১


নরসিংদীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখির সংঘর্ষে রিমন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১২ জন।

আজ শনিবার বেলা ২টার দিকে জেলার বেলাবরের পুটিমারাতে এ ঘটনা ঘটে। আহতদের নরসিংদী ঝেলা হাসপাতাল ও ভৈরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতের লাশ নরসিংদী জেলা হাসপাতালে রাখা হয়েছে। এখনো পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

নরসিংদী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় ঢাকা-কেন্দুয়াগামী লোকাল বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। আর ফ্রেশ সিমেন্টের মাল বোঝাই ট্রাকটি ঢাকা অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্যে যাত্রীবাহী বাস ও ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ৫ বছরের একটি শিশু নিহত হয়।

ভৈরব হাইওয়ে পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, চালকদের অসবাধানতার কারণেই এই দূর্ঘটনা হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১