আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯
২০১৩ সালের ফেসবুকের একটি স্ট্যাটাস শেয়ারকে কেন্দ্র করে এবং শিবির সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সাধারণ শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কলার ঝুপড়ির সামনে এ ঘটনা ঘটে। মারধরকারীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সিক্সটি গ্রুপের কর্মী হিসেবে পরিচিত। মারধরের শিকার শিক্ষার্থীর নাম খালেদ সাইফুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪-১৫ বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীসূত্রে জানাই, খালেদ সকালে কলার ঝুপড়িতে নাস্তা করতে আসছে সিক্সটি নাইনের কয়েকজন কর্মী এসে নিয়ে যায়।পরে তাকে ইট দিয়ে তাকে আঘাত করে। এতে তার সারা শরীর জখম হয়।ঘটনাটি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চবি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এবিষয়ে পুলিশ পাড়ির ইনসার্স মো. আখতারুজ্জামান জানান, ঘটনাটি শুনতে পেরে তখনই আমরা ঘটনাস্থলে যাই এবং তাকে উদ্ধার করি। অবস্থা গুরুতর হওয়ায় মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়। মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক শান্তনু মহাজন জানান, খালেদ সাইফুল্লাহ নামের একজন শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় পুলিশ মেডিকেলে নিয়ে আসে। মাথায় গুরুতর জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছি। ভুক্তভোগী খালেদ সাইফুল্লাহ জানান, ২০১৩ সালে একটা স্ট্যাটাস শেয়ার করেছি বলে মারধর করে। অথচ আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি ২০১৫ সালে। জুবাইর উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১