বাংলাদেশের খবর

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯

রাকসুর গঠনতন্ত্র সংশোধনের দাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) গঠনতন্ত্র সংশোধন ও সংযোজন করে যুগোপযোগীসহ দশ দাবি জানিয়ে নির্বাচন সংলাপ কমিটির সঙ্গে আলোচনা করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী রাবি শাখার নেতাকর্মীরা।

আজ রোববার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে নির্বাচন নিয়ে রাকসু সংলাপ কমিটির সঙ্গে আলোচনায় এ দাবি জানান তারা।

বিপ্লবী ছাত্র মৈত্রীর দশটি দাবি হলো- সুষ্ঠু, প্রভাবমুক্ত ও কার্যকরী রাকসু নির্বাচনের লক্ষে ছাত্র সংসদের সভাপতি ও কার্যনির্বাহী সদস্যদের ক্ষমতার ভারসাম্য আনা, ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপন, রাকসুর ফি প্রদানকারী নিয়মিত শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করা, সকল ক্রিয়াশীল সংগঠনকে নিয়ে পরিবেশ পরিষদ গঠন করে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত, ক্যাম্পাস ও হলগুলোতে সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত পরিবেশ নিশ্চিত, রাকসুর গঠনতন্ত্র বাংলা ও ইংরেজি ভাষায় প্রস্তুত করে অনলাইনে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংযোজন, ক্রিয়াশীল সংগঠনের সুপারিশে শিক্ষকদের মধ্যে নিরপেক্ষ পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন, রাকসুর প্রার্থী বা সংগঠনগুলোকে নিয়ে সভা-সেমিনার, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী, প্রার্থী ও সংগঠনসমূহের প্রতিনিধিদের নিয়ে পর্যবেক্ষক কমিটি গঠনের দাবি জানান তারা।  

এসময় বিপ্লবী ছাত্র মৈত্রীর রাবি শাখার সভাপতি ফিদেল মনির, সাধারণ সম্পাদক রনজু হাসান, সাংগঠনিক সম্পাদক পৌল টুডু, প্রচার সম্পাদক সুমন আলী, সদস্য তারেক ইসলাম, ফরিদা ইয়াসমিন, আলিফ হোসেন উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ও রাকসু সংলাপ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. লুৎফর রহমান জানান, বিপ্লবী ছাত্র মৈত্রী গঠনতন্ত্র সংশোধন করে যুগোপযুগীসহ বেশ কয়েকটি দাবি দিয়েছে। আগামী ২০ তারিখে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সঙ্গে সংলাপ হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১