বাংলাদেশের খবর

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯

‘বীরাঙ্গনার যুদ্ধ’তে শিল্পী সরকার অপু

শিল্পী সরকার অপু ছবি : সংগৃহীত


নির্মাতা মো. রবিউল সিকদার ‘আমাদের অর্জন’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। ছবিটি বেশ প্রশংসিত হয়েছিল। আর তখনই তিনি সিদ্ধান্ত নেন একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের। তাই চলতি বছরের শুরুতে তিনি ‘বীরাঙ্গনার যুদ্ধ’ নামে একটি সিনেমা নির্মাণের কাজ শুরু করেন। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন গুণী অভিনেত্রী শিল্পী সরকার অপু।

একজন শিল্পী হিসেবে একটি ভালো কাজের প্রতি দায়বদ্ধতা, ভালোলাগার জায়গা থেকে নাম ভূমিকায় অভিনয় করছেন শিল্পী সরকার অপু। তিনি বলেন, ‘রবিউল একজন বীরাঙ্গনার জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করেছে। তার নির্দেশনায় এর আগেও আমি কাজ করেছি। কিন্তু এই কাজটি তার স্বপ্নের কাজ। তাই একজন শিল্পী হিসেবে তার সেই স্বপ্নপূরণে আমি পাশে দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি রাষ্ট্রীয় পর্যায় থেকে এই ধরনের কাজে এগিয়ে এসে রাষ্ট্রের সম্পৃক্ততা থাকা উচিত। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বীরাঙ্গনাদের জীবন-কাহিনী সম্পর্কে জানতে পারবে।’

হুমায়ূন আহমেদের ‘এইসব দিনরাত্রি’ ধারাবাহিক নাটকে শাহানা চরিত্রে অসাধারণ অভিনয় করে প্রথম আলোচিত হন অপু। এরপর আবু সাইয়ীদ পরিচালিত ‘নিরন্তর’ দিয়ে চলচ্চিত্রে আগমন করেন। পরবর্তীকালে তিনি অনিমেষ আইচের ‘ভয়ঙ্কর সুন্দর’, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’, জয়া আহসান প্রযোজিত অনম বিশ্বাসের ‘দেবী’ ও রায়হান রাফির ‘দহন’ চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে অপু বলেন, ‘আমি প্রথম থেকেই অনেক ছবির অফার পেলেও সব ছবিতে অভিনয়ের জন্য সম্মতি দেইনি। কারণ, অভিনয় করাটা অনেক সম্মানের। ভালো অভিনয় করতে গেলে ছবির গল্প অবশ্যই ভালো থাকতে হয়। যদি আমি ভালো গল্পই না পাই ছবিতে অভিনয়ের সে রকম কোনো সুযোগ থাকে না।’

বড়পর্দা ছাড়াও বেশ কিছু বিজ্ঞাপন ও ছোটপর্দায়ও নিয়মিত হচ্ছেন অভিনেত্রী ও নাট্যকার এ শিল্পী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১