বাংলাদেশের খবর

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯

অভিজিৎ হত্যার ৪ বছর পর পুলিশের চার্জশিট

ব্লগার ও লেখক অভিজিৎ রায় ছবি : সংগৃহীত


দীর্ঘ চার বছর পর ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের চার্জশিট আদালতে দাখিল করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)।

আজ সোমবার অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলশন্স বিভাগের প্রধান মাসুদুর রহমান।

পদার্থবিদ অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ রায় থাকতেন যুক্তরাষ্ট্রে। বিজ্ঞানের নানা বিষয় নিয়ে লেখালেখির পাশাপাশি মুক্তমনা ব্লগ সাইট পরিচালনা করতেন তিনি। জঙ্গিদের হুমকির মুখেও বইমেলায় অংশ নিতে দেশে এসেছিলেন তিনি।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদ। ঘটনার পর অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর আদালত বেশ কয়েকবার তদন্ত প্রতিবেদন দাখিল করার তারিখ প্রদান করলেও তা প্রায় ত্রিশ বারেরও বেশি পিছিয়েছে।

এর আগে ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একইভাবে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন লেখক হুমায়ুন আজাদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১