বাংলাদেশের খবর

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯

দখলে রাখা প্রাডো উদ্ধার

প্রাণিসম্পদ অধিদফতরের এক কর্মকর্তার অবৈধ দখলে থাকা একটি প্রাডো গাড়িটি উদ্ধার করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছবি : সংগৃহীত


দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাণিসম্পদ অধিদফতরের এক কর্মকর্তার অবৈধ দখলে থাকা একটি প্রাডো উদ্ধার করেছে। দুদক জানিয়েছে গতকাল সোমবার গাড়িটি উদ্ধার করা হয়েছে।

দুদক জানায়, প্রাণিসম্পদ অধিদফতরের সহকারী পরিচালক মাহবুবুল হক ‘হাঁস প্রজনন প্রকল্প’ নামের একটি প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের জুনে প্রকল্পটি শেষ হলেও অধিদফতরের একটি সাদা রঙের প্রাডো (ঢাকা মেট্রো ঘ-১১-৩৫৫৮) গাড়িটি নিজের দখলে রেখে ব্যবহার করছিলেন। এ অভিযোগ পেয়ে দুদকের এনফোর্সমেন্ট দলের সদস্য ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী গাড়িটি ফেরতের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে প্রাণিসম্পদ অধিদফতর গাড়িটি দুদকে উপস্থাপন করে।

দুদকের কাছে ওই গাড়িচালকের উপস্থাপিত তথ্যে জানা যায়, ২০১৮ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হলেও গত আট মাস ধরে মাহবুবুল হক অবৈধভাবে গাড়িটি ব্যবহার করে আসছিলেন। গাড়িচালকের বেতন ও ওভারটাইম বাবদ মাসে প্রায় ৫০ হাজার টাকা হয়েছে। দুদক জানিয়েছে, প্রাথমিক তথ্য সংগ্রহের পর গাড়িটি অধিদফতর কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া হয়। এ প্রসঙ্গে দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, রাষ্ট্রীয় সম্পদের অবৈধ ব্যবহার ক্ষমতার অপব্যবহারের শামিল, যা প্রাতিষ্ঠানিক সুশাসনের পরিপন্থী।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিল এলাকা থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিবিএ’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার দখলে থাকা একটি পাজেরো গাড়ি উদ্ধার করে দুদক। পরদিনই একই সংস্থার সিবিএ সভাপতির দখল থেকে আরেকটি পাজেরো উদ্ধার করা হয়। দুদকের এ অভিযানের পরিপ্রেক্ষিতে সম্প্রতি অগ্রণী ব্যাংকের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের দখলে থাকা দুটি পাজেরো গাড়ি ফেরত দেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১