বাংলাদেশের খবর

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশের গণমাধ্যম অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সংগৃহীত ছবি


অন্য দেশের চেয়ে বাংলাদেশের গণমাধ্যম অনেক বেশি স্বাধীনতা ভোগ করে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার সচিবালয়ে সার্কভুক্ত দেশের প্রেস কাউন্সিল প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন।

বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা নেই উল্লেখ করে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, কোনো কাগজে নিউজ আসলে তা যে শতভাগ সত্যি সেটা বলার তো অবকাশ নেই। আমি মনে করি, বাংলাদেশের গণমাধ্যম অনেক দেশের তুলনায় অনেক বেশি ফ্রিডম ভোগ করে।”

তিনি বলেন, যুক্তরাজ্যে কোনো ভুল সংবাদ, কোনো অসত্য সংবাদ, ফেব্রিকেটেড সংবাদ কেউ যদি পরিবেশন করে, সেক্ষেত্রে সেই সংবাদ মাধ্যমকে জরিমানা গুণতে হয়।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ৪৪টি টেলিভিশনের লাইসেন্স দিয়েছে। তার মধ্যে ৩৩টি টেলিভিশন চলছে। ঢাকাসহ সারাদেশে প্রায় ২০০ দৈনিক পত্রিকা চালু আছে এবং ৩০০০ ওয়েব পোর্টাল চালু আছে ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১