বাংলাদেশের খবর

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯

জবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা, অস্ত্রসহ গ্রেফতার ২

গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ফাইল ছবি


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে কোতয়ালী থানা পুলিশ। আজ মঙ্গলবার ক্যাম্পাসে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ দুইজনকে গ্রেফতার করেছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মশিউর রহমান বিষয়টি নিশ্চত করেছেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মশিউর রহমান পিপিএম বলেন , ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গত সোমবার কোতয়ালী থানার উপ পরিদর্ষক খালিদ শেখ বাদী হয়ে একটি মামলা করেন। এতে জবি ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি তরিকুল ইসলামের কর্মী তরিকুল ইসলাম রিমন অরফে ছোট তরিকুল, সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের কর্মী কামরুল ইসলাম, বিদ্রোহী গ্রুপের ছাত্রলীগ নেতা হাসান আহমেদ খান ও অপরজন ছাত্রলীগের স্থগিত কমিটির সহ সভাপতি আশরাফুল ইসলাম টিটনসহ  ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

তিনি বলেন, মামলার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সহযোগীতায় ক্যাম্পাসে অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম আল অদম্য, রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আবু সায়েমকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১