বাংলাদেশের খবর

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯

অস্কার কড়চা

অস্কার পুরস্কার ছবি : ইন্টারনেট


৯১তম অস্কার কড়া নাড়ছে দরজায়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হলিউডের সবচেয়ে জনপ্রিয় এই অনুষ্ঠাটি সুচারুভাবে সম্পন্ন করতে লাগে প্রচুর অর্থ। অস্কারের স্বর্ণমূর্তি থেকে শুরু করে উপহারের ব্যাগ, লালগালিচা, তারকাদের মেকআপ- সব কিছু মিলিয়ে গুনতে হয় প্রচুর অর্থ।

পুরো অনুষ্ঠানে খরচ হয় ৪৪ মিলিয়ন ডলার। প্রতিটি অস্কারমূর্তি ২৪ ক্যারেটের স্বর্ণ দিয়ে তৈরি। প্রতিটি মূর্তি তৈরিতে খরচ হয় ৪০০ ডলার। ১৬ হাজার ৫০০ বর্গফুট লালগালিচা তৈরি হয়, যার খরচ ২৪ হাজার ৭০০ ডলার। প্রথম সারির দাপুটে নায়িকাদের সাজানোর পেছনে খরচ হয় ১০ মিলিয়ন ডলার।

অস্কারের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে দামি পোশাকের দাম ছিল ১৮.১ মিলিয়ন ডলার। পোশাকটি পরেছিলেন অভিনেত্রী কেট ব্লানচেট। অস্কারের ভ্যানিটি ফেয়ার পার্টিতে অংশ নিতে একটি জুটির খরচ হয় ১ লাখ ৩ হাজার ২২০ ডলার। অস্কারের অনুষ্ঠানে যে উপহারের ব্যাগ দেওয়া হয় তাতে ১ লাখ ৫০ হাজার ডলার মূল্যের উপহার থাকে। ২০১৮ সালে উপহার ব্যাগের সবচেয়ে দামি উপহার ছিল তানজানিয়ায় লাক্সারি ট্রিপ। ট্রিপটির মূল্য ছিল ৪০ হাজার ডলার। অস্কারের সরাসরি সম্প্রচারের মাঝে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন দেওয়ার জন্য গুনতে হয় ২.৬ মিলিয়ন ডলার।

অস্কার পেলে আছে আরো সুবিধা। সেরা ছবির পুরস্কার জেতার পর বক্স অফিসে ছবিটির আয় বেড়ে যায় গড়ে ১৫ মিলিয়ন ডলার। সেরা অভিনেতা-অভিনেত্রী তার পরের ছবিতে ২০ শতাংশ বেশি পারিশ্রমিক পান। তাই অস্কার মানেই ডলারের খেলা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১