বাংলাদেশের খবর

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯

রাখে আল্লাহ, মারে কে?

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে দ্রুতগামী একটি লড়ি মহাসড়কের পাশের একটি বাড়িতে ঢুকে যায় প্রতিনিধির পাঠানো ছবি


শনিবার সকাল সাড়ে সাতটা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের নতুন সড়ক দিয়ে দ্রুতগতিতে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একটি লরী। পথিমধ্যে গ্রামের সড়ক থেকে একটি ট্রাক্টর মহাসড়কে উঠার সময় খেয়াল না করায় সড়ক দুর্ঘটনা ঘটে। এতে এক নারীসহ চারজন আহত হয়েছেন। আল্লাহর অশেষ কৃপায় বেঁচে যান আহতরাসহ আরও কয়েকজন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, পৌর এলাকার সেলিম ট্রাক্টরটি নিয়ে মহাসড়কে উঠছিলেন। কিন্তু ট্রাক্টর চালক খেয়াল না করায় দ্রুতগামী লরীটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টর চালক সেলিম আহত হয় এবং ট্রাক্টরটি সড়কের পশ্চিম পাশে পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে লরীটি পূর্ব পাশে ব্যবসায়ী জাবেদ আলীর ঘরে গিয়ে ঢুকে। এতে তার ঘরে থাকা শোয়ার খাটসহ সব মালামাল তছনছ হয়ে যায়। আহত হন তার অন্তঃস্বত্তা এক ভাবী, লরীর চালক ও হেলপার। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে থানা পুলিশের এএসআই নুরুদ্দিনের নেতৃত্বে পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে দেখতে আসা অনেককে বলতে শোনা যায়, আর এক ঘণ্টা আগে দুর্ঘটনা ঘটলে সব শেষ হয়ে যেত। রাখে আল্লাহ, মারে কে?।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১