বাংলাদেশের খবর

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নেপালের পর্যটনমন্ত্রীসহ নিহত ৭

নেপালের পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারী সংগৃহীত ছবি


নেপালে প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীসহ সাত জন নিহত হয়েছেন। বুধবার বিকালে নেপালের তাপলেজুং জেলার পাথিভারার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।

হেলিকপ্টারটিতে দেশটির পর্যটনমন্ত্রী ছাড়াও ছিলেন শিল্পপতি অং সেরিং শেরপা, সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ঘনিষ্ঠ উপদেষ্টা যুবরাজ দাহাল এবং দেশটির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক বীরেন্দ্র প্রাসাদ শ্রেষ্ঠ।

মন্ত্রীসহ হেলিকপ্টারটিতে থাকা সাত আরোহীর সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব নেপালের (সিএএএন) মুখপাত্র প্রতাপ বাবু তিওয়ারি।

প্রত্যক্ষদর্শী পাথিভারা মন্দিরের স্বাস্থ্যকর্মী উমানাথ পাউদেল জানিয়েছেন, যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেদিকে প্রচুর তুষারপাত হয়েছিল।

ঘটনাস্থলে একটি ওয়ালেট পাওয়া গেছে এবং ভিতরে থাকা কাগজপত্র থেকে এটি হেলিকপ্টারটির পাইলটের বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১