বাংলাদেশের খবর

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯

সিটি কর্পোরেশন নির্বাচন

সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি

ডেমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ছবি : সংগৃহীত


চলছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ভোট গ্রহণ। আজ বৃহস্পতিবার সকাল আটটায় শুরু হয়েছে এই ভোট গ্রহণ, যা একটানা চলবে বিকাল চারটা পর্যন্ত।

এদিকে বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দলের বর্জনেরসাথে যোগহয়েছে সাগরে নিম্নচাপ। ফলে সকালৈ ভোটার উপস্থিতি কম থাকলেও রোদ বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উত্তরার আজমপুরে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন।

ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট গণতান্ত্রিক অধিকার, আজকে ছুটির দিন, আনন্দের দিন। সবাই ভোট দিতে আসবেন। প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা দিয়েছেন। উন্নয়নের জোয়ারে আমরা আছি। আপনারা সবাই এসে ভোট দিলে একটি সুন্দর, গতিময় ও উন্নত ঢাকা গড়তে পারব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১