বাংলাদেশের খবর

আপডেট : ০১ মার্চ ২০১৯

মিরপুরে পোড়া বস্তির খালে মিলল ২ শিশুর লাশ

পুড়ে যাওয়া শিশুর মরদেহের পাশে স্বজনের আহাজারি (বাঁয়ে), মিরপুর ১৪ নম্বরে পুড়ে যাওয়া বস্তি ছবি : বাংলাদেশের খবর


মিরপুর ১৪ নম্বর সেকশনে সিআরপি হাসপাতালের পেছনে আগুনে পুড়ে যাওয়া বস্তির খাল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আড়াই বছর ও আড়াই মাস বয়সি লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, বুধবার রাত দেড়টার দিকে সিআরপি হাসপাতালের পেছনে দুটি বস্তিতে আগুন লেগে পুড়ে যায় হাজারখানেক ঘর। অগ্নিনির্বাপক বাহিনীর ২১টি ইউনিট রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম বলেন, সরকারি জায়গায় ডোবার ওপরে বাঁশের খুঁটি দিয়ে ঘর তুলে এই বস্তি গড়ে তোলা হয়। সেখানে দুটি  বস্তি রয়েছে। একটি পরিচিত আবুলের বস্তি নামে, অন্যটি জাহাঙ্গীরের নামে। আগুনে আবুলের বস্তির ক্ষতি হয়েছে বেশি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১