বাংলাদেশের খবর

আপডেট : ০১ মার্চ ২০১৯

৯০ বছর বয়সে কোরআন হেফজ করলেন হামদিয়া

৯০ বছর বয়সে কোরআন হেফজ করলেন হামদিয়া ছবি : সংগৃহীত


বয়স নব্বইয়ের কোটা পেরিয়েছে; কিন্তু তাতে কী! অদম্য আগ্রহ ও নিরন্তর চেষ্টা থাকলে মানুষ কত কিছু করতে পারে, তার নজির রাখলেন ইরাকের এক বয়োজ্যেষ্ঠ নারী। এই জরাজীর্ণ বয়সে পবিত্র কোরআন হেফজ করে তিনি রেকর্ড গড়েছেন। বৃদ্ধার নাম হামদিয়া জায়াজ মুসা। বসবাস ইরাকের বসরার দক্ষিণাঞ্চলীয় আল-মুদাইনা শহরে। ১৯২৯ সালে তার জন্ম। এ বয়সে কোরআন মুখস্থ করতে তার সময় লেগেছে ছয় বছর। দীর্ঘ ছয় বছরের ক্রমাগত চেষ্টায় তিনি সম্পূর্ণ কোরআন হেফজ করেছেন।

হামদিয়া ইরাকের ‘পবিত্র কোরআনের এক হাজার হাফেজ প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পের আওতাধীন ছিলেন। এ প্রকল্পের ক্লাসে নিয়মিত উপস্থিত থেকে সম্পূর্ণ কোরআন হেফজ করতে তিনি সক্ষম হয়েছেন। জানা গেছে, প্রকল্পটির আওতায় এ পর্যন্ত ইরাকের ৪ হাজার ৬০০ জন নারী-পুরুষ পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করেছেন।

এর আগে সৌদি আরবের আসির শহরের ৭৫ বছর বয়সী এক নিরক্ষর নারী কোরআন মুখস্থ করে আলোচনায় এসেছেন। তার নাম মুনিসা বিনতে সাইদ বিন জাফর আল-আলিয়ানি। অক্ষরজ্ঞান না থাকায় কোরআন হেফজ করতে তিনি পরিবারের সদস্যদের সহযোগিতা নিয়েছেন। এ ছাড়া অধিকাংশ সময় ইলেকট্রনিক লার্নিং ডিভাইসের মাধ্যমে কোরআন হেফজের কাজ চালিয়ে গেছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১