বাংলাদেশের খবর

আপডেট : ০২ মার্চ ২০১৯

মনোহরদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক অনুদান দিলেন শিল্পমন্ত্রী

ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দিচ্ছেন শিল্পমন্ত্রী নুরুল মাজিদ মাহমুদ হুমায়ুন প্রতিনিধির পাঠানো ছবি


নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি ঝড়ে ক্ষতিগ্রস্ত উপজেলার ৭৫ জন কৃষকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এ চেক ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে তুলে দেন ।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, কৃষক লীগের সভাপতি রমজান আলী, যুবলীগের সভাপতি এম. এস ইকবাল আহমেদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আতিকুল হোসেন মিলন, সাধারণ সম্পাদক তৌহিদুল আলমসহ প্রমুখ।

ক্ষতিগ্রস্ত ৭৫ জন কৃষকের মাঝে ৬ হাজার টাকা করে মোট সাড়ে ৪ লাখ টাকা বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে যেন এলাকার বিত্তবানরা সহযোগিতার হাত বাড়ান। সকলে মিলে কৃষকদের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিলে ক্ষতিগ্রস্ত কৃষকরা উপকৃত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১