বাংলাদেশের খবর

আপডেট : ০৪ মার্চ ২০১৯

সালমার নতুন ইউটিউব চ্যানেল

মৌসুমি আক্তার সালমা ছবি : সংগৃহীত


এসএস মাল্টিমিডিয়া নামে ইউটিউবে চ্যানেল খুলেছেন ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার ২০০৬ সালের বিজয়িনী মৌসুমি আক্তার সালমা। এই চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করবেন তিনি। পাশাপাশি বিভিন্ন সময় গাওয়া তার আগের গানগুলোও পাওয়া যাবে এখানে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে চ্যানেলটির যাত্রা শুরু করবেন গায়িকা। চ্যানেলে প্রকাশের জন্য ছয়টি নতুন গানও তৈরি করেছেন এর মধ্যে। গানগুলো লিরিক্যাল ও অফিশিয়াল ভিডিও আকারে প্রকাশ করা হবে।

এ বিষয়ে সালমা বলেন, ‘এখন অনেক শিল্পীরই নিজ নামে ইউটিউবে চ্যানেল আছে। আমিও এর সঙ্গে যুক্ত হলাম। বলতে পারেন এটা সময়ের দাবি। ভক্তরা এই চ্যানেলে গেলেই আমার নতুন-পুরনো সব গান পেয়ে যাবেন। এটা নিশ্চয়ই সবাই উপভোগ করবেন। আমার নাম ‘এস’ দিয়ে। আমার স্বামী ও মেয়ের নামও ‘এস’ (সাগর ও স্নেহা) দিয়ে শুরু। তাই এমন নামকরণ।’ তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে আমার আরো সন্তান হলে তাদের নামও ‘এস’ দিয়েই শুরু করব!’

কুষ্টিয়ার মেয়ে মৌসুমি আক্তার সালমা সঙ্গীত রিয়্যালিটি শো ‘ক্লোজআপ-তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন। এরপর কয়েকটি লোকগান গেয়ে সালমা ব্যাপক পরিচিতি পান। ২০১১ সালে শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। শিবলী সঙ্গীত পরিবারের ছেলে হলেও বাবার উত্তরসূরি হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের ২০ নভেম্বরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। গত ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে সালমা আবারো নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পাত্র হলেন ময়মনসিংহের হালুয়াঘাটের সানাউল্লাহ নূরে সাগর, ঢাকা জজ কোর্টের আইনজীবী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১