বাংলাদেশের খবর

আপডেট : ০৪ মার্চ ২০১৯

নওশাবার মামলার তদন্ত প্রতিবেদন ১৭ এপ্রিল

অভিনেত্রী নওশাবা আহমেদ ছবি : ইন্টারনেট


গত বছর নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী নওশাবা আহমেদ। গ্রেফতারের ১৬ দিনের মাথায় জামিন পান তিনি। সেই মামলায় নওশাবার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

গত রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দিদার হোসাইন এ দিন ধার্য করেন।

মামলার এজাহারে বলা হয়, ৪ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ান অভিনেত্রী নওশাবা আহমেদ। ফেসবুক থেকে তিনি লাইভে বলেন, জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। একজনের চোখ উঠিয়ে ফেলেছে এবং চারজনকে মেরে ফেলেছে।

ওই দিন রাতেই উত্তরা থেকে নওশাবাকে গ্রেফতার করা হয়। ৫ আগস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-১-এর ডিএপি আমিরুল ইসলাম বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ সালের ৫৭ (২) ধারায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১