বাংলাদেশের খবর

আপডেট : ১০ মার্চ ২০১৯

ভোট কেন্দ্র স্থগিত, ভোটবর্জন প্রিজাইডিং অফিসার প্রত্যাহারের মধ্যে দিয়ে চলছে ভোট গণনা


প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে লালমনিরহাটের পাচটি উপজেলার মধ্যে আদিতমারী উপজেলা বাদে অন্য চারটি উপজেলায় শান্তিপূর্ন ভাবে ভাট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ। দিনের শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলাবাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়ে যায়। পাটগ্রামের ভোটহাট খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত করেছে কমিশন। কালীগঞ্জ উপজেলায় জাতীয়পার্টি মনোনিত প্রার্থী সুলতান শাহ নাসিরুদ্দিন নাহিদ ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন।

এদিকে কালীগঞ্জ উপজেলার বানিনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্ব অবহেলার অভিযোগে একজন প্রিজাইডিং ও একজনসহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করেছে কমিশন। এছাড়াও হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় তবিবর রহমান নামের একজনকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে মাসুদ নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

লালমনিরহাটের চারটি উপজেলায় ১৪জন প্রার্থী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ৪ উপজেলায় মোট ভোটার ৭ লাখ ৫০ হাজার ৭শ২২ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১