বাংলাদেশের খবর

আপডেট : ১০ মার্চ ২০১৯

চলতি অর্থবছরেই ৮.১৫ শতাংশ জিডিপির আশা অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সংগৃহীত ছবি


অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আশা প্রকাশ করে বলেছেন, চলমান অর্থবছরেই (২০১৮-১৯) বাংলাদেশ ৮.১০ শতাংশ থেকে ৮.১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।

আজ রোববার জাতীয় সংসদে তিনি বলেন, ‘আমি দৃঢ়তার সাথে বলতে চাই অর্থনৈতিক উন্নয়নের যে গতি তা বর্তমান অর্থবছরেও অব্যাহত থাকবে।’

সংসদে বাজেট ২০১৮-১৯: প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত এক প্রতিবেদন উপস্থাপনে তিনি এ কথা বলেন।

প্রতিবেদন অনুসারে, ২০১৮-২০১৯ অর্থবছরের প্রথম প্রান্তিক পর্যন্ত সামষ্টিক অর্থনীতির সকল সূচকই সন্তোষজনক।

প্রথম প্রান্তিকের সামষ্টিক অর্থনীতির কিছু সূচকের ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের কর রাজস্ব আদায় ১২ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও সরকারি ব্যয় বেড়েছে ১০ দশমিক ৩৮ শতাংশ এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন বিগত অর্থবছরে প্রথম প্রান্তিকে ছিল মোট বরাদ্দের ১০ দশমিক ২ শতাংশ, যোগ করেন তিনি।

মুস্তফা কামাল আরও বলেন, রফতানি আয় বিগত অর্থবছরের প্রথম প্রান্তিকের ৮.১ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৯ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১