বাংলাদেশের খবর

আপডেট : ১৩ মার্চ ২০১৯

সিলিন্ডার বিস্ফোরণ

অ্যামোনিয়ায় ধ্বংস হলো শত একরের ফসল

সিলিন্ডার বিস্ফোরণ সংগৃহীত ছবি


ঠাকুরগাঁওয়ে একটি হিমাগারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আম লিচু মরিচসহ শত একর ফসল ঝলসে গেছে। গত সোমবার রাত ২টার দিকে সদর উপজেলার আকচা ইউনিয়নের বলদিয়া পুকুর এলাকায় বিকট শব্দে আমানত কোল্ডস্টোরেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা ক্ষতিপূরণের দাবিতে ওই হিমাগার ঘেরাও করে।

স্থানীয়রা জানায়, বিকট শব্দে আমানত কোল্ডস্টোরেজের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। এ সময় একপ্রকার ঝাঁঝাল গন্ধে স্থানীয় বাসিন্দারা সন্তান-পরিজন নিয়ে বাড়িঘর ছেড়ে ছুটোছুটি শুরু করে। অনেকে পার্শ্ববর্তী ক্ষেত খামারে আশ্রয় নেয় এবং নির্ঘুম রাত কাটায়। গ্যাসের গন্ধে শিশুরা বমি করতে থাকে। সকালে লোকজন বাইরে থেকে নিজ নিজ বাড়িতে ফিরে দেখতে পায় তাদের আম, লিচুর মুকুল, বোরোধান এবং মরিচসহ অন্যান্য ফসল ঝলসে গেছে।

স্থানীয় মিজানুর রহমান ও মেম্বার শম্ভু দেবনাথ জানান, গ্যাসের কারণে তাদের এলাকার প্রায় একশ একর ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় সকাল ৯টায় সহস্রাধিক নারী পুরুষ আমানত কোল্ডস্টোরেজ ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে এবং ক্ষতি পূরণ দাবি করে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান জানান, আমানত কোল্ডস্টোরেজের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ফল ও ফসলের ক্ষতির বিষয় নিরূপণের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এলাকায় গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণ নির্ধারণ করবেন। এ ব্যাপারে আমানত কোল্ডস্টোরেজের মালিক বা ম্যানেজারকে পাওয়া যায়নি।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১