বাংলাদেশের খবর

আপডেট : ১৪ মার্চ ২০১৯

ঢাকার ছবিতে রিয়া সেন


ভারতীয় অভিনেত্রী রিয়া সেন। বলিউড, টলিউডে যিনি দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। নতুন খবর হলো, ঢাকার একটি ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। দুই সপ্তাহ আগে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন হাসান ইমামের পরিচালনা ও প্রযোজনায় ‘কামরূপ কামাখ্যা’ নামের ছবিতে।

ছবিটিতে অভিনয়ের বিষয়ে রিয়া সেন নিজেও তার অবস্থান নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ছবিটির প্রযোজক ও পরিচালকের সঙ্গে আমার চূড়ান্ত কথা হয়েছে। আমি এতে অভিনয় করছি।’ এদিকে এ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী আফ্রি সেলিনা। বাবা ও ছেলের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘কামরূপ কামাখ্যা’। সিনেমাটির শুটিং শুরু হবে সেপ্টেম্বরে।

১৯৯১ সালে ‘বিষকন্যা’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু। এরপর থেকেই একটু একটু করে এগিয়ে চলা তার। জানান দিয়েছেন নিজের অভিনয় দক্ষতা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১