বাংলাদেশের খবর

আপডেট : ১৫ মার্চ ২০১৯

‘অভিজ্ঞতার অভাবেই ব্যর্থতা’


পুরো নিউজিল্যান্ড সফরেই এক-দুইজন ছাড়া বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থ। পাশাপাশি বোলাররাও নিজেদের প্রমাণ করতে পারেননি। বিশেষ করে টেস্টে পেসাররা যারপরনাই ব্যর্থ। আর এই ব্যর্থতার পেছনে কারণ হিসেবে উঠেছে অভিজ্ঞতার অভাব। এমনটা জানাচ্ছেন টাইগার পেসার আবু জায়েদ রাহি।

দলে থাকা পেসারদের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞতা মোস্তাফিজুর রহমানের। তিনি খেলেছেন মোটে ১৩টি টেস্ট। বাকিদের মধ্যে রাহি নিজে খেলেছেন ৫টি, এবাদত হোসেন ও খালেদ আহমেদ ২টি করে। আর অভিজ্ঞতার এই অভাবকেই ব্যর্থতার প্রধান কারণ মানছেন রাহি।

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতেই ইনিংস ব্যবধানে হারার পর তৃতীয় টেস্টের আগে সাংবাদিকদের মুখোমুখি হন রাহি। তিনি বলেন, ‘আমাদের যারা পেস বোলার খেলছে তাদের মধ্যে মোস্তাফিজ শুধু ১১টি ম্যাচ (১৩টি) খেলেছে। আমার কাছে মনে হয় যে আমাদের আরো বেশি অভিজ্ঞ হওয়া উচিত বা আমাদের আরো খেলানো উচিত। অন্যান্য দেশের যে বোলাররা রয়েছেন, আপনারা দেখেন তারা অনেকেই অনেকগুলো টেস্ট খেলেছেন। আমি মনে করি আমাদেরও অনেক টেস্ট খেলা উচিত।’

টেস্ট ক্রিকেটটাকে বুঝতে হলে আরো বেশি ম্যাচ খেলতে হবে, এমনটাই ভাবনা তরুণ রাহির। তার মতে, টেস্টে ভালো করতে হলে অভিজ্ঞতা ছাড়া কোনো পথই নেই। রাহি বলেন, ‘টেস্ট খেলাটা হলো অভিজ্ঞতার ব্যাপার। আপনি যত বেশি টেস্ট খেলবেন তত বেশি আপনার অভিজ্ঞতা হবে। আপনি তত বেশি বুঝতে পারবেন টেস্ট ক্রিকেটটা কেমন। আমার কাছে মনে হয় যে, আমাদের অনেক টেস্ট খেলা উচিত। ওয়ালশের সঙ্গে কথা বলেছি। আরো কাজ করতে হবে। তবে দেশের থেকে এখানে সুইং বেশি পাচ্ছি বলে। এটাও একটা ভালো দিক। এছাড়া সাউদির (টিম) বাবল বলটাও শেখার চেষ্টা করছি। সিরিজের পর সাউদির সঙ্গে এটা নিয়ে কথা বলব।’

১৬ মার্চ ক্রাইস্টচার্চে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১