বাংলাদেশের খবর

আপডেট : ১৬ মার্চ ২০১৯

৩৩ প্রেক্ষাগৃহে ‘যদি একদিন’

‘যদি একদিন’ ছবি : সংগৃহীত


তাহসান, শ্রাবন্তী, রাইসা ও তাসকিন ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তাহসান-শ্রাবন্তী জুটির আলোচিত ছবি ‘যদি একদিন’। দ্বিতীয় সপ্তাহে এসে গতকাল ছবিটির হল সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩-এ!

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘ছবিটি মুক্তির পর থেকেই দারুণ সাড়া পাচ্ছি সর্বস্তরের দর্শক-সমালোচকদের কাছ থেকে। যেসব অঞ্চলে ছবিটি প্রথম সপ্তাহে দিতে পারিনি, সেসব অঞ্চল থেকে প্রচণ্ড অনুরোধ পাচ্ছিলাম। সেই বিবেচনা করেই আমরা এবার ৩৩টি হলে দিয়েছি। চাইলে এই সংখ্যা দ্বিগুণ করতে পারতাম, কিন্তু আমরা চাই পর্যায়ক্রমে ছবিটি দেশের প্রতিটি হলে পৌঁছাতে।’

এদিকে দেশ ছাড়িয়ে বিদেশেও যাচ্ছে ‘যদি একদিন’। জানা গেছে, ২২ মার্চ কানাডা, ৩১ মার্চ অস্ট্রেলিয়া এবং এপ্রিলের প্রথম সপ্তাহে আমেরিকায় ছবিটি মুক্তি পাচ্ছে। এছাড়া আগামী মাসে ফ্রান্স ও আয়ারল্যান্ডেও ছবিটি মুক্তির প্রক্রিয়া চলছে।

৮ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছেন সংশ্লিষ্টরা। এতে তাহসান-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, রাইসা, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সুজাত শিমুল, আনন্দ খালেদ, রানী আহাদসহ অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১