বাংলাদেশের খবর

আপডেট : ১৭ মার্চ ২০১৯

শাহজালালে ফের অস্ত্র নিয়ে প্রবেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংরক্ষিত ছবি


আবারো ঘোষণা ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশের অভিযোগে নুরুল ইসলাম নামে একজনকে আটক করেছে অ্যাভিয়েশন নিরাপত্তা সংস্থা এভসেক। আটক ব্যক্তি প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের দেহরক্ষী। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টায় তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার আব্দুল্লাহ আল ফারুক  বলেন, বিকাল সাড়ে ৫টায় নিয়ম না মেনে ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশ করায় নুরুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি নভোএয়ারের ভিকিউ-৯৪৫ ফ্লাইটে যশোর যাচ্ছিলেন।

এর আগে গত ১১ মার্চ ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অভিযোগে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীকে আটক করা হয়েছিল।

উল্লেখ্য, চট্টগ্রামে বিমান ছিনতাই-চেষ্টার ঘটনায় প্রাপ্ত খেলনা পিস্তলের তদন্ত শেষ না হতেই গত ৫ মার্চ লাইসেন্স করা পিস্তল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং মেশিন পার হন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ওই সময় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে দেশব্যাপী সমালোচনা শুরু হয়।

এই বিতর্ক শেষ না হতে না হতেই গত ৮ মার্চ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রথম চেকিং পার হওয়ার পর নিজের সঙ্গে অস্ত্র থাকার কথা স্বীকার করেন মামুন আলী নামে এক যাত্রী। পরবর্তীতে যাত্রী মামুন পিস্তল ও গুলি এয়ারলাইনসের মাধ্যমে নিয়ম মেনে সঙ্গে করে সিলেটে নিয়ে যান। এরপর ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে বিমানবন্দরে আটক করা হলো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১