বাংলাদেশের খবর

আপডেট : ১৭ মার্চ ২০১৯

গোপালগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্ব, হামলায় দুই নারীসহ আহত ৫ 

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি সংগৃহীত ছবি


গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছে। এসময় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব নিজড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ওই গ্রামের দুলাল সরদার প্রতিবেশী ছিদ্দিকুর রহমান কাছ থেকে একটি জমি কেনেন। পরে ওই জমিতে দুলাল সরদার একটি নতুন ঘর তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশি জাকির হোসেন ও তার লোকজন দুলাল সরদার, ছিদ্দিকুর রহমান ও নুর ইসলাম মিয়ার বাড়িতে হামলা করে।

এতে হাসি বেগম (৫৫), তানিয়া বেগম (৩০), দুলাল সরদার (৫৮), ছিদ্দিকুর রহমান (৬৫) ও আল আমিন (২৮ আহত হন। এসময় বাড়ীতে ভাংচুর ও লুটপাট করে নুর ইসলামের বাড়ী আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত হাসি বেগম জানায়, আমার স্বামী ও দেবররা আমাদের একটি জমি জাকির শেখকে না দিয়ে দুলাল সরদারের কাছে বিক্রি করায় তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর এই হামলা চালায়। নির্যাতনের শিকার ওই তিন পরিবারের লোকজন পালিয়ে রাতেই গোপালগঞ্জ থানায় গিয়ে ২ টি লিখিত অভিযোগ দাখিল করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১